পাপ নতুবা ক্ষয় হয় না পদত্যাগে :

তিনি ছিলেন আমাদের করোনা বিরোধী লড়াইয়ের মুখ। কাগজে-কলমে আইনত নেতৃত্ব ছিল তার হাতে। অথচ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহুর্তে তাকে চলে যেতে হলো। কেউ কেউ অবশ্য বলছেন, তাকে সম্মানজনক প্রস্থানের সুযোগ দেয়া হয়েছে। যার প্রাপ্য তিনি ছিলেন না। বরখাস্ত আর বিচার এর বাইরে কোনো অনুকম্পাই তাকে দেখানো উচিত নয়। স্বাস্থ্যে দুর্নীতির ভূত অবশ্য নতুন কিছু নয়। সিন্ডিকেট, সিন্ডিকেট, সিন্ডিকেট-এই আওয়াজ দীর্ঘ দিনের। স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বাধ্যতামূলক পদত্যাগকারী মহাপরিচালক আবুল কালাম আজাদ ছিলেন সেই সিস্টেমেরই অংশ। বলা চলে, অন্যতম কর্তাব্যক্তি। চুক্তি ভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছিলেন তিনি। তাকে নিয়ে এতো কথা হওয়ার … Continue reading পাপ নতুবা ক্ষয় হয় না পদত্যাগে :